Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29kখোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ : চিত্রনায়িকা পপিকে এখন ছোট পর্দাতেই বেশি দেখা যায়। নাটক ও টেলিফিল্মেই বেশি অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। গত বছর ‘দি আমেরিকান ড্রিম’ নামে একটি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পপি। ছবিটির পরিচালকের নাম জসিম উদ্দিন। ৯ মার্চ ছবিটির শুটিং শুরু হয়েছে। খবর হলো চুক্তিবদ্ধ হওয়ার পরও এই ছবিতে থাকছেন না পপি।
খোঁজ নিয়ে জানা যায়, ‘দি আমেরিকান ড্রিম’-এর ক্যামেরার সামনে পপি নয়, অন্য কাউকে দেখতে পাবে দর্শক। কারণ পপিকে বাদ দেওয়া হয়েছে। পপির পরিবর্তে ছবিটিতে যোগ দিয়েছেন নবাগত নায়িকা সূচনা।
এ প্রসঙ্গে নির্মাতা জসিম উদ্দিন বলেন, ‘’বাংলাদেশ ও আমেরিকাতে শুটিং হবে দি আমেরিকান ড্রিম-এর। সেভাবেই পপিকে চুক্তিবদ্ধ করেছিলাম। দুই দেশেই পপির শিডিউল নেওয়া হয়েছিল। কিন্তু কাজ শুরুর আগে পপির সাথে সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন না। এমনকি তার বাসায় গিয়েও তাকে পাওয়া যায় না। এদিকে আমাদের আমেরিকাতে যাওয়ার সময়ও হয়ে আসছে। তাই বলতে পারেন বাধ্য হয়েই পপিকে বাদ দিতে হলো। পপির পরিবর্তে সূচনা আজাদ নামে নতুন একজন নায়িকা নিয়েছি। এরই মধ্যে সূচনাকে নিয়ে শুটিংও শুরু করেছি। বাংলাদেশের কাজ কয়েক দিনের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করছি। আর সূচনা সম্বন্ধে এক কথায় কলবো নতুন হিসেবে যথেষ্ঠ ভালো অভিনয় করছে।”
সূচনা বলেন, ‘’এটা আমার প্রথম ছবি হতে যাচ্ছে। এর আগে আমি র‌্যাম্প এবং বিজ্ঞাপনে কাজ করেছি। কাজের মধ্যে নিজেকে শতভাগ মেলে ধরার চেষ্টা করছি। কতটুকু পারছি সেটা এখনি বলতে পারবো না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি।”