খোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ : দীর্ঘদিন পর আবারও বড় পর্দায় আসছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। ভারতীয় নাট্যনির্মাতা ইশিতা গাঙ্গুলির একটি ছবির মাধ্যমে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে তার। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ‘থ্রি উইমেন’ নামের নাটকটি চলচ্চিত্রে রূপদান করবেন নির্মাতা ইশিতা।
আর তাতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শিল্পাকে। সংবাদ মাধ্যম মিড ডে এমনটাই জানিয়েছে। ২০০৮ সালের ‘দোস্তানা’ এবং ২০১৪ সালের ‘ঢিশকিয়াও’ ছবিতে আইটেম গানে হাজির হওয়া ছাড়া রূপালি পর্দায় অনুপস্থিত ছিলেন শিল্পা।
সর্বশেষ তাকে অভিনয় করতে দেখা গেছে ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘লাইফ ইন আৃমেট্রো’ এবং ‘আপনে’তে। মাঝের সময়টুকু শিল্পা ব্যস্ত ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে নিজের ক্রিকেট দল রাজস্থান রয়ালস ও স্বামী-সংসার নিয়ে। এদিকে ‘থ্রি উইমেন’ ছবিতে অভিনয়ের জন্য ইশিতা প্রস্তাব দিলেও এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি শিল্পা।