Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32kখোলা বাজার২৪, শনিবার, ১৯ মার্চ ২০১৬ : এপ্রিলের শুরুতেই মুক্তি পাচ্ছে অর্জুন কাপূর-কারিনা কাপূর খান অভিনীত ‘কি অ্যান্ড কা’। এই ছবিতে অর্জুন একজন হাউস হাসব্যান্ডের ভূমিকায় অভিনয় করছেন। ছবি মুক্তির আগে নিজের জীবনের দুটি গোপন কথা ভক্তদের জানালেন বনি কাপূরের ছেলে অর্জুন কাপূর। অর্জুন জানিয়েছেন তিনি জীবনে প্রথম চুম্বন করেছেন ১৯ বছরে এবং প্রথম মদ খেয়েছেন নিজের চাচাতো বোন সোনাম কাপূরের সঙ্গে।
আর বাল্কির ‘কি অ্যান্ড কা’ নিয়ে একটু বেশিই উচ্ছ্বসিত অর্জুন। কারণ এখানে তাঁকে একেবারেই অন্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এখানে কারিনা একজন কেরিয়ার ওরিয়েন্টেড স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। ছবিতে ভাঙা হয়েছে ঐতিহ্যশীল কিছু ভাবনা-চিন্তাকে। বর্তমানের পরিবর্তনশীল সমাজকে তুলে ধরা হয়েছে ছবিতে।
২০১২-এ ‘ইশাকজাদে’ ছবিতে পরিনীতি চোপড়ার বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ অর্জুনের। তারপর ‘গুন্ডে’, ‘টু স্টেটস’, ‘ঔরঙ্গাজেব’-এর মতো ছবিতে জমিয়ে অভিনয়। আপাতত ‘কি অ্যান্ড কা’-এর বক্স অফিস সাফল্য নিয়ে আশায় বুক বাঁধছেন অভিনেতা।