খোলা বাজার২৪, রবিবার, ২০ মার্চ ২০১৬ : অভিনেত্রী দীপা খন্দকারের বড় ছেলে আদ্রিক। সে এখন নার্সারিতে পড়ছে। কিন্তু মাত্র দেড় বছর বয়সেই মাহমুদের নির্দেশনায় বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হয়ে কাজ করেছে ছোট্ট আদ্রিক।
গত বছর তার অভিনয়ে অভিষেক ঘটে সকাল আহমেদের নির্দেশনায় একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটকে অভিনয় করে। তবে এবারই প্রথম আদ্রিক তার অভিনেত্রী মা দীপা খন্দকারের সঙ্গে একই নাটকে অভিনয় করছে। এটি আকরাম খানের নির্দেশনায় মাছরাঙা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘হাউজ ওয়াইফ’।
নাটকে দীপার ছেলে রাইয়ানের চরিত্রে অভিনয় করছে আদ্রিক। এরই মধ্যে তার অভিনীত বেশ কিছু পর্ব প্রচারও হয়েছে। তাতে প্রশংসিতও হয়েছে আদ্রিক। নিজের সন্তানের অভিনয় প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, শুরুতে আদ্রিক বেশ লজ্জা পেতো। কিন্তু এখন তা কাটিয়ে ভালোই অভিনয় করছে সে। তার ভেতরে অভিনয় করার আগ্রহটা এখন বেশ লক্ষ্য করছি আমি। আদ্রিক ও তার মা অভিনীত ‘হাউজ ওয়াইফ’ ধারাবাহিক নাটকটি প্রতি রবি, সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হয়।
অভিনেতা বাবা শাহেদ আলীর সঙ্গে এরই মধ্যে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছে সে। এটি দেশের বাইরে বিভিন্ন উৎসবে প্রদর্শন করা হবে বলে জানান আদ্রিকের মা দীপা খন্দকার।