Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30kখোলা বাজার২৪, রবিবার, ২০ মার্চ ২০১৬ : সালমান আর শাহরুখ খান—বলিউডে এই দুই খানের কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই আর নতুন কি! এক অঘোষিত ‘যুদ্ধ’ই যেন চলে বলিউডের দুই খানের মধ্যে। যখন তাঁরা আপস করেন, তখনো এই দুই তারকার ভক্তদের মাঝে লেগে থাকে দ্বন্দ্ব—কে সেরা এ নিয়ে! প্রায় একই সময়ে পাল্টাপাল্টি ছবি মুক্তি দেওয়ার বিষয়টিও এই দুই তারকার ক্ষেত্রে নতুন নয়। কিন্তু এবার দুবাইতে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের জন্য একই মঞ্চে মহড়া করেছেন এই দুই তারকা।
দশকের পর দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন দুজন। মাঝে এমন অবস্থা ছিল যে, দুজনকে সহসা একসঙ্গে দেখাও যেত না। যদিও এখন সম্পর্কের বরফটা যেন ভালোভাবেই গলতে শুরু করেছে। মাঝেমধ্যেই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে এখন।
সেদিন দুবাইয়ে টাইমস অব ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ডের (টইফা) প্রস্তুতি পর্বে যেমন দুজনকে একসঙ্গে দেখা গেল। শামাক ডাভারের কোরিওগ্রাফিতে নাচলেন তাঁরা। দুজনেই হাসছিলেন ছবি তোলার সময়। নেচে ঘেমে নেয়ে উঠেছিলেন শাহরুখ। আর সালমান ছিলেন বরাবরের মতোই স্বাভাবিক। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে এখন।
তাই বলেই কি খানদের যুদ্ধ পুরোপুরি শেষ? মোটেই না। কাজের ক্ষেত্রে কেউই কাউকে ছাড় দেওয়ার পাত্র নন। আগামী ঈদেই আবারও দুই খান যুদ্ধে লিপ্ত হবেন ছবি মুক্তি দেওয়া নিয়ে। শাহরুখ খানের নতুন ছবি ‘রেইস’ আর সালমানের ‘সুলতান’ মুক্তি পেতে চলেছে একই দিনে!