খোলা বাজার২৪, সোমবার, ২১ মার্চ ২০১৬ : বেশ কিছুদিন ধরেই স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে ডিভোর্স নিয়ে খবরের শিরনামে কারিশমা কাপুর। শেষ পর্যন্ত বলেই দিলেন এবার তিনি বলিউডে ককামব্যাক করতে তৈরি। তাঁর মতে তিনি হয়তো পরের বছরই আবার বড় পর্দায় ফিরবেন।
প্রসঙ্গত, কারিশমা কাপুর শেষ সিনেমা করেছিলেন ২০১২ সালে ‘ডেঞ্জারেস ইসক’। এরপর তিনি অনেকগুলি বিজ্ঞাপনের কাজ করেছেন। কিন্তু তাঁর কাছে বিজ্ঞাপনের থেকে সিনেমাতে কাজ করার গুরুত্ব অনেক বেশি বলে জানিয়েছেন করিশমা। তাই তিনি পরের বছরই আবার সিনেমাতে ফিরতে চান বলে জানিয়েছেন।
এখন করিশমা নিজের জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। স্বামীর সঙ্গে আলাদা থাকেন প্রায় ৫ বছর ধরে। একন ডিভোর্সের মামলা চলছে। তাঁর অভিযোগ ছিল তাঁর শাশুড়ি এবং স্বামী দুজনে তাঁর থেকে যৌতুক চাইছেন।