Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29kখোলা বাজার২৪, সোমবার, ২১ মার্চ ২০১৬ : মিষ্টি জান্নাত ক্যারিয়ারের পঞ্চম ছবি ‘তুই আমার’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিতে মিষ্টির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক। ইতোমধ্যে টাঙ্গাইলের মহেরা জমিদারবাড়িতে ছবিটির প্রথম লটের শুটিং শেষ হয়েছে। এখন চলছে পুবাইলে শুটিং।
সজল আহমেদের পরিচালনায় ছবিটির চিত্রনাট্য পরিচালনা করছেন কলকাতার প্রণয় ভট্টাচার্জ। হেভেন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে। শুতিং স্পট থেকেই মিষ্টির সাথে কথা হলো। মিষ্টি বলেন, ‘টানা ২৫ তারিখ থেকে শুটিং চলবে। এরপরে পরের লটের শুটিং শুরু হবে। কেমন হচ্ছে শুটিং? এমন প্রশ্নের জবাবে মিষ্টি জানান, আসলে কাজের মাঝে আনন্দ থাকলে সেই কাজ করে আনন্দ পাওয়া যায়। শুটিং এর সময়টা বেশ এনজয় করছি।’ ‘তুই আমার’ ছবিতে গান গাইবেন কণ্ঠশিল্পী শান, আকৃতি কক্কর।
ছবির সঙ্গীত পরিচালনা করবেন ভারতের শ্রী প্রীতম। বর্তমানে মিষ্টি ওপার বাংলার অভিনয় শিল্পী সোমের সাথে অভিনয় করছেন ‘আমার প্রেম তুমি’ শীর্ষক ছবিতে। এছাড়াও সামনে বেশকিছু ছবিতে কাজ করবেন বলে জানান তিনি।