Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ : টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠে ভারত-পাকিস্তান ম্যাচের আগ মুহূর্তে কলকাতার ইডেন গার্ডেন্স গম গম করে ওঠে অমিতাভ বচ্চনের বলিষ্ঠ কণ্ঠে। ভারতের জাতীয় সংগীত গেয়েছিলেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে উঠেছে জাতীয় সংগীত ভুল গাওয়ার অভিযোগ।আর এই অভিযোগ তুলে বিগ বির বিরুদ্ধে মামলাই করে বসেছেন এক ব্যক্তি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা উল্লাস পিআরের দাবী, নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় নিয়ে গানটি গেয়েছেন অমিতাভ।
দিল্লির অশোক নগরের থানায় মামলাটি দায়ের করা হয়েছে।
এ বিষয়ে উল্লাস বলেন, “অমিতাভ বচ্চন পুরো ১ মিনিট ১০ সেকেন্ড ধরে জাতীয় সংগীত গেয়েছেন। কিন্তু নিয়ম হল ৫২ সেকেন্ডের বেশি সময় ধরে গানটি গাওয়া যাবে না। দুই-তিন সেকেন্ড বেশি হলেও চলত, অমিতাভ নির্ধারিত সীমাকে লঙ্ঘন করেছেন।”
উল্লাস আরও অভিযোগ করেন, গান গাওয়ার সময় ‘সিন্ধ’ শব্দটিকে ‘সিন্ধু’ উচ্চারণ করেছেন অমিতাভ, যা কি না ভুল হিসেবেই গন্য হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘জন, গণ, মন’ গানটি ভারতের জাতীয় সংগীত হিসেবে স্বীকৃত।