খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০১৬: ২২ মার্চ মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টের অনলাইন সংস্করণে প্রকাশ পেয়েছে সময়ের জনপ্রিয় অভিনেত্রী পরিমনির ছবি। ‘ইন সাইট’ বিভাগে ঢালিউডি চলচ্চিত্রের শুটিংয়ের ১৬টি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিগুলো তুলেছেন সরকার প্রতীক। পরীমনি ছাড়াও খল অভিনেতা মিজু আহমেদের ছবিও রয়েছে।
৮৭৬৫৪৩২১
প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে ঝঁৎৎবধষ ঢ়যড়ঃড়ং ভৎড়স ঃযব ধষঃবৎহধঃব ঁহরাবৎংব ড়ভ ইধহমষধফবংয’ং ভরষস রহফঁংঃৎু, যার অর্থ ‘বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের পরাবাস্তব জগতের ছবি।’ ৪৫৬৭৮
ধারাবাহিকভাবে ১৬টি ছবির এই ক্রমটির নাম দেওয়া হয়েছে ‘লাভ মি অর কিল মি’। ওয়াশিংটন পোস্টকে সরকার প্রতীক বলেছেন, বাংলাদেশি ছবির গল্পগুলো সবই প্রায় একইরকম। গল্পগুলো এমন- প্রথমে নায়কের সাথে নায়িকার দেখা হয়, তারপর প্রেম। এরপর নায়িকাকে জিম্মি করে খলনায়ক। আর সেখান থেকে তাকে উদ্ধার করে নায়ক। এরপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করে। মূলত বাংলাদেশি ছবির ফ্যান্টাসি দিকগুলো এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।