খোলা বাজার২৪, রোববার, ২৭ মার্চ ২০১৬ : নায়ক-নায়িকা যেই থাকুন, ভিলেন কিন্তু ঘুরেফিরে ঢাকাই ছবিতে ওই একজনই। তিনি সবার প্রিয় অভিনেতা মিশা সওদাগর। সম্প্রতি সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ ছবিতে একটি গানের দৃশ্যে অংশ নেয়ার সময় আহত হয়েছেন দেশীয় চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় এই খল অভিনেতা।
জানা গেছে, নাচের সময় হঠাৎ পায়ের লিগামেন্ট ছিঁড়ে মারাত্মক আহত হয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে পূর্ণ বিশ্রামে রয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে ‘মিসড কল’ ছবির পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, ‘আমার এই ছবিটিতে মিশা ভাই একজন বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছেন। এই ছবির খল অভিনেতাও তিনি। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানে নাচবেন মিশা সওদাগর। সেই গানটিরই শুটিং চলছিলো বিএফডিসির এক নাম্বার ফ্লোরে। মাসুম বাবুলের কোরিওগ্রাফিতে মিশা সওদাগর ১৫ জন বৃহন্নলা নিয়ে গানটির শুটিং করেছেন। কাজ প্রায় শেষ হয়ে এসেছিলো। হঠাৎ করে পড়ে গিয়ে পায়ে ব্যাথা পান তিনি। পরে চিকিৎসকরা জানিয়েছেন তার পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে।’
সাফি আরো বলেন, ‘মিশা ভাইয়ের এই অসুস্থতায় আপাতত গানের শুটিং বন্ধ রেখেছি। চিকিৎসকরা বলেছেন একটু সময় লাগলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন তিনি। তখনই উনার শিডিউল নিয়ে বাকি কাজ শেষ করব।’
নিজের অসুস্থতা নিয়ে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা মিশা বলেন, ‘রাজধানীর অ্যাপোলো হাসপাতালের একজন ডাক্তারের পরামর্শে চিকিৎসা সেবা নিচ্ছি। তিনি পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। তাই আপাতত বাড়িতেই রয়েছি। অনেককেই শিডিউল দেয়া ছিলো। আমি দুঃখিত এই আকস্মিক সমস্যায়। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এ মুহূর্তে যৌথ প্রযোজনাসহ বেশ কিছু ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছিলেন মিশা সওদাগর। মিশা সওদাগরের হঠাৎ অসুস্থতায় বিপাকে পড়েছেন বেশ ক’জন নির্মাতা। আপাতত মিশাকে নিয়ে শুটিংয়ের সব পরিকল্পনা নতুন করে সাজাতে হচ্ছে তাদের।