খোলা বাজার২৪, রোববার, ২৭ মার্চ ২০১৬ : দিল্লির মেয়ে মীরা রাজপুতকে বিয়ে করে আলোচিত হয়েছিলেন হার্টথ্রব অভিনেতা শহিদ কাপুর। এর পর থকেই গুঞ্জন শোনা যাচ্ছিল এবার বলিউড পর্দায় পা রাখতে চলেছেন শহিদ স্ত্রী মীরা। এবার সেই গুঞ্জনই যেন সত্যি হতে যাচ্ছে।
শহিদ কাপুরের এক ঘনিষ্ট সূত্রে এর সত্যতা পাওয়া গেছে। জানা গেছে, চলতি বছরই সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে ‘একে ভারসেস এসকে’। এ ছবিতেই ক্যামিও করতে দেখা যাবে শহিদপতœী মীরা রাজপুতকে।
মীরাকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে শহিদ কাপুরের বাবা পঙ্কজ কাপুর বলেছেন, ‘মীরা আমার সন্তানের মতো। এটা সম্পূর্ণভাবে ওর জীবন।
আর নিজের জীবন কীভাবে কাটাবে, তার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা ওর রয়েছে। যদি মীরার কোনো সিদ্ধান্ত নিয়ে কারও কিছু বলার অধিকার থাকে তাহলে সেটা একমাত্র শহিদের। আমি কেন বাধা দিতে যাব। ওরা যাই করুক না কেন, সব কিছুতেই আমার সমর্থন থাকবে।’
মীরা রাজপুতের ছবিতে অভিনয়ে পরিবারের তো সমর্থন রয়েছে। সমর্থন রয়েছে অভিনেতা স্বামী শহিদেরও। এবার দেখা যাক বলিউড জার্নি কতটা সফলভাবে করতে পারেন তিনি। দ্য রিপোর্ট