খোলা বাজার২৪ সোমবার, ২৮ মার্চ ২০১৬: ঢাকা শহরে রাত গভীর হলেও আলোকসজ্জার কারণে সেটা খুব একটা বোঝা যায় না। রাত ১টার পরই যখন মানুষ ব্যস্ততা শেষে বাসায় ফিরে তখনই বোঝা যায়, গভীরতা উপলব্ধি করা যায়। আর এ গভীর রাতে হাতিরঝিলেই আনাগোনা আলোচিত মডেল-অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নির। শুধু কি তাই? পুলিশ চেকপোস্টে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর আড্ডা।
তিন্নি একা নন। তার সঙ্গে এসে যোগ দেবে আরও দুজন। একজন মাতাল আরেকজন পাগল। তবে তিন্নির হাতিরঝিলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ওই আড্ডা কিন্তু নিয়মিত নয়। মাত্র দুই রাতের জন্য। একটি নাটকের শুটিংয়ে তাকে আজ ও আগামীকাল রাতে দেখা যাবে সেখানে। শামীম শিকদারের রচনা ও সঞ্জয় সমদ্দারের পরিচালনায় এর নাম ‘চেকপোস্ট’।
নাটকে আরও অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, জামিল ও শামীম। আর এর দৃশ্যায়নে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ পুলিশ। ম্যাক্স ক্রিয়েশন লিমিটেডের প্রযোজনায় নাটকটি কোনো বিশেষ দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।