Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪ সোমবার, ২৮ মার্চ ২০১৬: প্রথম ছবি ‘ফুল আউর কাটে’-র শুটিংয়ের সময় থেকেই ভয়ডরহীন অভিনেতা অজয় দেবগন। দুটি চলন্ত মোটরসাইকেলের মাঝখানে ঝুলতে ঝুলতে সে সময় দুর্র্ধর্ষ সব স্টান্ট করেছিলেন নবাগত অজয়। আজ এত বছর পেরিয়েও তেমনি ভয়ডরহীনই রয়ে গেছেন তারকা অভিনেতা অজয় দেবগন। দিনকয়েক আগে বুলগেরিয়ার সোফিয়ায় নতুন ছবির শুটিংয়ে এমনই এক রোমহর্ষক স্টান্ট করছিলেন অজয়। হঠাৎ​ই ঘটে বিপত্তি। দ্রুতগতির একটি গাড়ি এসে আঘাত হানে অজয়ের গাড়িটিকে। সে সময় এক সহকর্মী ত্বরিত অজয়কে সরিয়ে নেওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।
বুলগেরিয়ার সোফিয়ার ব্যস্ত রাস্তায় ‘শিবায়’ ছবির শুটিং চলছিল। গাড়ির বনেটে বসে আরেকটি গাড়িকে ধাওয়া করার এই দৃশ্যের শুটিংয়ে বেশ কয়েকটি গাড়ি দ্রুতগতিতে ছুটছিল। এরই একটা গাড়ির সামনের বনেটে বসেছিলেন অজয়। সবকিছু ঠিকঠাক চললেও এটা ছিল আসলে যথেষ্ট বিপজ্জনক এক শুটিং। এরই মধ্যে রাস্তার অন্যপাশ থেকে অকস্মাৎ​ দ্রুতগতিতে আরেকটা গাড়ি সোজা অজয়ের গাড়িতে আঘাত করে।
শুটিংয়ে অংশ নেওয়া অজয়ের এক সহকর্মী এ প্রসঙ্গে বলেছেন, ‘এটা একটা ভয়ংকর ঘটনা। স্যার (অজয়) বসেছিলেন গাড়ির বনেটে। আর হঠাৎ করে যে এভাবে ওই গাড়িটা ঢুকে পড়বে, তা ভাবতেও পারেননি। বিশেষ করে যখন শুটিংয়ের জন্য ঘিরে রাখা হয়েছিল জায়গাটা। একজন সহকর্মীর (শুটিং ক্রু) কারণে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।’
ওই সহকর্মী আরও বলেছেন, ‘সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া এভাবে রক্ষা পাওয়া সম্ভব নয়। গাড়িটা যেভাবে আঘাত হেনেছিল! সংঘর্ষে গাড়িটার মারাত্মক ক্ষতি হয়েছে। ভয়ংকরভাবে ভেঙে তুবড়ে গেছে গাড়িটা।’ তিনি বলেন, ‘কারিগরি দলের ওই সহকর্মীটি দ্রুত অজয়কে বনেট থেকে সরিয়ে নেন। নইলে কি যে হতো!’
প্রসঙ্গত, ‘পদ্ম শ্রী’ পুরস্কার গ্রহণের জন্য আজ ২৭ মার্চ রাতে বুলগেরিয়া থেকে দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন অজয় দেবগন।