খোলা বাজার২৪ সোমবার, ২৮ মার্চ ২০১৬: গত বছর নিজের মানসিক অবসাদ নিয়ে সরাসরি মুখ খুলেছিলেন দীপিকা পাড়ুকোন। এ নিয়ে বলিউডে তুমুল আলোচনা হয়েছে। একটি বিশেষ সংস্থা খোলারও ঘোষণা দিয়েছিলেন দীপিকা, যেটি মানসিক বিভিন্ন সমস্যা নিয়ে মানুষকে সহায়তা করবে। তারই অংশ হিসেবে কিছুদিনের মধ্যেই ভারতের ৫০০ স্কুলে এই বিষয়ে সচেতনতামূলক প্রচারণার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
এই প্রচারণা অনুষ্ঠোনের নাম দেওয়া হয়েছে ‘ইউ আর নট অ্যালোন’। বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষকদের মানসিক চাপ, অবসাদ এবং ডিপ্রেশন বিষয়ে সচেতন করাই হবে এই প্রচারণার মূল উদ্দেশ্য। এ নিয়ে দীপিকা বলেন, ‘গত বছর আমি নিজেই আমার এই সমস্যা নিয়ে সরাসরি কথা বলেছিলাম। আমার মনে হয়েছিল, যে সমস্যার মধ্য দিয়ে আমি সময় পার করেছি, তেমনটা অন্যরাও পার করে। আর এ রকম সমস্যা নিয়ে চুপ করে বসে থাকাটা খুব কষ্টের। এ জন্যই আমরা এই প্রচারণাটা করতে চাই যাতে করে শিক্ষার্থী এবং শিক্ষকরা এই সমস্যাগুলো কখন হচ্ছে এবং কীভাবে হচ্ছে, তা বুঝতে পারেন ঠিকভাবে।’
এই প্রচারণা শুরু হবে বেঙ্গালুরুর সোফিয়াস হাই স্কুল থেকে, দীপিকা নিজেই যে স্কুলের শিক্ষার্থী ছিলেন। পর্যায়ক্রমে মোট ৫০০ স্কুলে এই প্রচারণা চালানোর পরিকল্পনা রয়েছে দীপিকার সংস্থা ‘দ্য লিভ, লাভ, লাফ ফাউন্ডেশন’-এর।
মানসিক স্বাস্থ্যের সমস্যা যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি চিহ্নত করে তোলা এবং এ সম্বন্ধে সবাইকে সচেতন করে তোলার চেষ্টা করা হবে এই প্রচারণার মাধ্যমে। দীপিকা সঙ্গে এও জানান, স্কুলের শিক্ষার্থীরা যদি চায় তাহলে তাদের সম্মিলিত কিংবা আলাদাভাবে বিভিন্ন মানসিক স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান বা পরামর্শদাতার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করা হবে।