খোলা বাজার২৪ সোমবার, ২৮ মার্চ ২০১৬: বিভিন্ন অঙ্গনের তারকাদের পদচারনায় আজ সোমবার, ২৮ মার্চ মুখরিত হয়ে উঠেছিল আমেরিকান অ্যাম্বাসি। হঠাৎ এত তারকাদের একসঙ্গে দেখতে পারাটা একটু আশ্চর্যজনকই বটে।
কী ব্যাপার- জানতে চাইতেই লাক্স তারকা বাঁধন বললেন, ‘এটা ছিলো আমেরিকায় যাতায়াত করা শিল্পীদের নিয়ে একটি সেমিনার। পারফরমার ভিসা বা পি থ্রি ভিসায় করণীয় ও না করণীয়, বর্জনীয়-গ্রহণীয় কি কি ইত্যাদি বিষয়ে নানা কিছু শিক্ষা দেয়াই ছিলো এই আয়োজনের লক্ষ।’
এদিকে চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ‘আমরা যারা নিয়মিত আমেরিকা যাতায়াত করি নাচ, গান কিংবা অন্যান্য কোনো পারফরমেন্সের জন্য তাদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছে আমেরিকার অ্যাম্বাসি। সেখানে বলা হয় আমরা সবাই যেন সবসময় সঠিকভাবে ভিসা নিয়ে যাতায়াত করি। কখনো সময়ের অভাবে কিংবা অন্য কোনো কারণে ভিন্ন পন্থায় যাতে কেউ যাতায়াত না করেন সেই আহ্বানও করা হয়। আরো বলা হয়, আমেরিকায় একটু সতর্ক হয়ে চলাচল করার জন্য।’
আজকের এই সেমিনারে উপস্থিত ছিলেন রুনা লায়লা, ফেরদৌস ওয়াহিদ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মৌসুমি, ওমর সানি, জেমস, কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, রবি চৌধুরী, তাহসান, পূর্ণিমা, মিশা সওদাগর, আরফিন শুভ, তানিয়া আহমেদ, বাঁধন, পার্থ বড়ুয়া, দিনাত জাহান মুন্নি, ইবরার টিপু, নাঈম, নাদিয়া, মীর সাব্বির, বৃন্দাবন দাস, চিত্রনায়ক আরিফিন শুভ, ইমন প্রমুখ।