Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪, বুধবার, ৩০ মার্চ ২০১৬ : বিজ্ঞাপন, নাটকে অসংখ্যবার জুটি বেঁধে কাজ করেছেন শখ-নিলয়। এমনকি দুজনকে একসঙ্গে ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিতেও দেখা গেছে। সম্প্রতি প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে কাজ করলেন এই তারকা দম্পতি।
তরুণ দুই কণ্ঠশিল্পী আমিদ ও স্বর্ণার গাওয়া ‘এই সময়’ শিরোনামের একটি গানের মডেল হয়েছেন তাঁরা। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ। মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন সাকিব। এর চিত্রগ্রাহক ছিলেন নাজমুল হাসান। মিউজিক ভিডিওটি এবার পহেলা বৈশাখে ইউটিউবে মুক্তি দেওয়া হবে।
মিউজিক ভিডিওটি প্রসঙ্গে নিলয় বলেন, ‘শখের সঙ্গে মিউজিক ভিডিওটি করার অভিজ্ঞতা প্রথম। খুব ভালো লেগেছে। আশা করছি, দর্শক নতুনভাবে আমাদের আবিষ্কার করতে পারবেন। এ ছাড়া গানটাও অনেক চমৎকার।’
এদিকে চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং করা হয়েছে। চিত্রগ্রাহক নাজমুল হাসান ও পরিচালক সাকিব যতœ নিয়ে কাজটি করেছেন বলে জানান নিলয়।