Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, শুক্রবার, ১ এপ্রিল ২০১৬: এইমুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন আনুষ্কা শর্মা। তবে তাঁর কোনও সাম্প্রতিক ছবির জন্যে নয়। নেহাতই তাঁর ব্যক্তিগত জীবনই এখন দর্শকের আলোচনার বিষয়। কিন্তু নিজের ক্যারিয়ারকে সবসময় গুরুত্ব দিতে ভালবাসা আনুষ্কা জানিয়েছেন, আগামী ছবি ‘ফিলাউরি’-তে ডাইনির ভূমিকায় তাঁকে অভিনয় করতে দেখা যাবে। এই খবরেই অনুষ্কার ভক্তরা যথেষ্ট আনন্দিত।
‘ডাইনি’র চরিত্রে অভিনয়, বোঝাই যাচ্ছে এই ছবিটি একেবারেই অন্যরকমের কিছু উপহার দিতে চলেছে দর্শকদের। তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘এনএইচ ১০’-ও যথেষ্ট সফল। সেখানে প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়ের ক্ষমতা। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার ম্যাচে কোহলির অসাধারণ পারফরমেন্সের পর ভারতীয় দর্শকরা একহাত নিয়েছিলেন আনুষ্কাকে।
তাঁদের দাবি বিরাটের জীবন থেকে আনুষ্কা চলে গিয়ে, তাঁদের ফিরিয়ে দিয়ে গেছেন কোহলিকে। এ ধরনের নানা বিদ্রুপত্মাক টুইট ছুটে এসেছিল সোশ্যাল মিডিয়ায়ে কোহলির কাছে। এরপরই বান্ধবীর সমর্থনে ময়দানে নামেন কোহলি।