খোলা বাজার২৪, শনিবার, ২ এপ্রিল ২০১৬: আত্মঘাতী হলেন বালিকা-বধূ খ্যাত প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শুক্রবার মুম্বাইয়ে প্রত্যুষার নিজের বাসভবনেই। অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী কামিয়া পাঞ্জাবি এই কথাটি জানিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, মুম্বাইয়ে নিজের বাসভবনেই গলায় ফাঁস দেন প্রত্যুষা। তড়িঘড়ি বাড়ির কাছে আন্ধেরির বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশের সন্দেহ, বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংয়ের সঙ্গে সম্পর্কের টানাপড়েনের জন্যই এই পদক্ষেপ অভিনেত্রীর।
বালিকা-বধূ আনন্দীর চরিত্রে অভিনয় করেই খ্যাতির শিখরে ওঠেন প্রত্যুষা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে বিগ বস-৭ এবং ‘সসুরাল সিমর কা’-সিরিয়ালেও দেখা যায় তাঁকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টেলিভিশন দুনিয়ায়।