Fri. Sep 19th, 2025
Advertisements

16 খোলা বাজার২৪, রোববার, ৩ এপ্রিল ২০১৬: হাটহাজারীর এক মাদ্রাসা থেকে জঙ্গিদের গ্রেপ্তার ও প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় করা মামলায় চট্টগ্রামের বিএনপি নেতার মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাসহ ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে র‌্যাব।
রোববার চট্টগ্রাম বিচারিক হাকিম আদালতের নিবন্ধন শাখায় মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৭ এর কর্মকর্তা রুহুল আমিন সন্ত্রাস দমন আইনের এই মামলার এ অভিযোগপত্র জমা দেন।
র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, অভিযোগপত্রে জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডের সদস্য মাদ্রাসা শিক্ষার্থী ছাড়াও অর্থ যোগানদাতাদের নাম রয়েছে।
“ব্যারিস্টার শাকিলা ছাড়াও তার সঙ্গে গ্রেপ্তার অপর দুই আইনজীবীও এই মামলায় আসামি হয়েছেন।”
মামলায় মোট ৮৩ জনকে সাক্ষী রাখা হয়েছে বলেও জানান তিনি।