Thu. Sep 18th, 2025
Advertisements

17 খোলা বাজার২৪, রোববার, ৩ এপ্রিল ২০১৬: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কথা দিয়েছিলেন পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষার হলে প্রবেশ করবেন না। উদ্দেশ্য পরীক্ষার্থীরা যাতে নির্বিঘেœ পরীক্ষা দিতে পারে। কথা রেখেছেন তিনি। আজ রবিবার সিদ্ধেশ্বরী গার্লস কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসে অতীতের রীতি ভেঙে নিজের দেয়া কথা রক্ষা করেছেন তিনি। মন্ত্রী বলেছেন, মিডিয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় অতীতের ঐতিহ্য রক্ষা করা সম্ভব হয়নি। পরীক্ষার্থীরা পরীক্ষার কারণে এমনিতে চাপে থাকে, তার উপর এতগুলো মানুষ একসঙ্গে একটি পরীক্ষার হলে প্রবেশ করলে তাদের ওপর বিরূপ প্রভাব পড়ে।
সকাল সোয়া ১০টায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার হলের বাইরে বারান্দা ধরে হেঁটে বেড়িয়েছেন মন্ত্রী। কখনও জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেছেন পরীক্ষার্থীদের। কখনো দরজার সামনে দাঁড়িয়েছেন। কর্তব্যরত শিক্ষকদের ডেকে জানতে চেয়েছেন হাল-হকিকত। অবশ্য এর আগে ২৩ মার্চ এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষামন্ত্রণালয়ে আয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, তিনি পরীক্ষার হলে প্রবেশ করবেন না।
এর আগে থেকেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে পরীক্ষার হলে প্রবেশ না করার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। এবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরীক্ষাকেন্দ্র পরিদর্শদনের সময় শিক্ষামন্ত্রীর সঙ্গী হয়েছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ফাহিমা খাতুন। মাদরাসা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছায়েফ উল্লাহসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ২ হাজার ৪৪৫টি এবং বিদেশে ৭টি পরীক্ষাকেন্দ্রে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ পরীক্ষার্থী অংশ নিয়েছে। গতবারের চেয়ে এবার ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী বেশি। ৩ এপ্রিল রবিবার থেকে ৯ জুন বৃহস্পতিবার পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১১ জুন থেকে ২০ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হবে।