Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21খোলা বাজার২৪, রোববার, ৩ এপ্রিল ২০১৬:  ইংরেজি ছবিতে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে কোনও বিদেশি পরিচালকের ছবি নয়। এই ছবিটি পরিচালনা করছেন প্রকাশ ভরদ্বাজ। নাম কালারস্ অফ লাইফ (ঈড়ষড়ঁৎং ড়ভ খরভব)।
ছবিতে ঋতুপর্ণার বিপরীতে অভিনয় করার কথা আছে প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের। এটি তাঁদের একসঙ্গে তৃতীয় ছবি। ছবির বেশিরভাগ শুটিং হবে কলকাতায়। মধ্য কলকাতার লাহা বাড়িতে ছবির সেট পড়বে বলে শোনা গেছে। মধ্য কলকাতারই আরও কিছু জায়গায় হবে শুটিং। কিন্তু বিস্তারিত এখনই জানাতে রাজি নন নায়িকা।
ঋতুপর্ণা শুধু বাংলা ছবিই করেননি। হিন্দি ও মালায়ালাম ছবিতেও দেখা গেছে তাঁকে। প্রিয়দর্শন, অমল পালেকর, মধুর ভান্ডারকরের পরিচালিত ছবিতে কাজ করেছেন তিনি। তাঁর হিন্দি ছবির সংখ্যা কুড়িরও বেশি। এর মধ্যে আছে দিল তো বাচ্চা হ্যায় জি, অ্যান্ড ওয়ান্স এগেন (ৃঅহফ ঙহপব অমধরহ), ম্যায় মেরি পতœী অউর উয়ো, আলাপ ইত্যাদি। মালায়ালাম ভাষায় মাত্র একটি ছবি করেছেন তিনি। নাম কথাভেদু (কধঃযধাববফঁ)।