খোলা বাজার২৪, রোববার, ৩ এপ্রিল ২০১৬: ফ্যান’ ছবি মুক্তির আগে কিছুটা বিপাকেই পড়ল শাহরুখ খান। মোহন নাগর নামে এক ব্যক্তির অভিযোগ, তাঁর লেখা ‘ডামি’ ছবির চিত্রনাট্যের সঙ্গে হুবহু মিল ফ্যান এর।
শাহরুখের ছবির ট্রেলর দেখেই এ কথা মনে হয়েছে তাঁর। এমনকী তিনি দাবি করেছেন যে, ছবির পোস্টারেও কোনও চিত্রনাট্যকারের নাম নেই। আছে সংলাপ রচয়িতার নাম। গোরেগাঁওয়ের দিনদোশি আদালতে এই মর্মে অভিযোগও দায়ের করেছেন তিনি।
কাহিনিতে সাদৃশ্যের জন্য ছবির মুক্তিতে স্থগিতাদেশও দাবি করেছেন তিনি। ১৫ এপ্রিল মুক্তি পাবে শাহরুখের ‘ফ্যান’। ট্রেলর মুক্তি পেয়েছে আরও বেশ কিছুদিন আগে। বিভিন্ন ভাষায় ‘জাবরা ফ্যান’ গানটিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
প্রশ্ন উঠছে, এতদিন পরে কেন এই অভিযোগ আনা হল? তবে কি মুক্তির মুখে কিং খানকে বিপাকে ফেলতেই এই অভিযোগ? শাহরুখ এবং ছবির প্রযোজনা সংস্থার তরফে অবশ্য এই অভিযোগের এখনও কোনও উত্তর দেওয়া হয়নি।