Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪, রোববার, ৩ এপ্রিল ২০১৬:  কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘুরছে। অনেকেই লিখছেন, শাকিব খান বা বাপ্পী চৌধুরীর সঙ্গে আর কোনও ছবিতে কাজ করবেন না জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। কিন্তু মাহির দাবি, এটা ভুয়া খবর। কেউ তাঁর সম্পর্কে এসব মিথ্যে কথা লিখছেন।
মাহি বলেন আমি শুনেছি ফেসবুকে এসব নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, কিন্তু এ সব নিয়ে আমি কিছু জানি না। কোনও মিডিয়ার সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়নি।
আগামী ৮ এপ্রিল মুক্তি পাচ্ছে মাহি অভিনীত ‘অনেক দামে কেনা’। ছবিটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। ওই ছবিতে বাপ্পির বিপরীতে অভিনয় করেছেন মাহি। তাই বাপ্পী বা শাকিব কারও সঙ্গেই কাজ করতে কোনও সমস্যা নেই নায়িকার।