খোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০১৬: মেয়ের ঢাল হয়ে রণক্ষেত্রে নামলেন মা। প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজুকে টুইটারে একহাত নিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। প্রিয়াঙ্কা কখনই আত্মহত্যা করার চেষ্টা করেননি বলে জানান তিনি। টুইটারে রীতিমতো অশ্রাব্য গালিগালাজ করে প্রকাশকে তুলাধোনা করেছেন তিনি। নিজের কাণ্ড-কারখানার জন্য আগেও প্রকাশ শ্রীঘরে গিয়েছেন বলে জানান তিনি। এমনকি তার বৃদ্ধ বাবা-মা এসে নাকি প্রিয়াঙ্কার পায়ে পড়ে সাহায্য চেয়েছিলেন। সেই শোধ তুলতেই নায়িকার নামে কুৎসা রটাচ্ছে প্রকাশ।
এদিকে বিতর্ক থেকে বহুদূরে হলিউডে ক্রমেই সাফল্যের সিঁড়ি চড়ে চলেছেন পিগি চপস। অস্কারের মঞ্চ থেকে সোজা হোয়াইট হাউসের ডাইনিং টেবিলে পৌঁছে গিয়েছেন বাজিরাওয়ের কাশীবাঈ। চলতি মাসের শেষের দিকেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বার্ষিক করেসপন্ডেটস ডিনারে সামিল হবেন প্রিয়াঙ্কা। আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে এটাই ওবামার শেষ করেসপন্ডেটস ডিনার।