Sun. Sep 21st, 2025
Advertisements

11খোলা বাজার২৪,বুধবার, ৬ এপ্রিল ২০১৬: আলিয়া ভাটের প্রথম ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার-এ দুই নায়কের সঙ্গে প্রেম করেছিলেন তিনি। সর্বশেষ মুক্তি পাওয়া কাপুর অ্যান্ড সন্স ছবিতেও তিনি পেয়েছেন দুই নায়ক। এবার আর দুই নায়কে হচ্ছে না এই ভাটকন্যার। আলিয়া তাঁর নতুন ছবিতে প্রেম করবেন চার নায়কের সঙ্গে!
ইংলিশ ভিংলিশ নির্মাতা গৌরী সিন্ডের পরবর্তী ছবিতে অভিনয় করছেন হাইওয়ে তারকা আলিয়া। তাঁর বিপরীতে অভিনয় করছেন চারজন নায়ক—আদিত্য রায় কাপুর, কুনাল কাপুর, আলী জাফর ও আঙ্গাদ বেদি। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বলিউড বাদশা শাহরুখ খানকে।
নতুন এই ছবিতে আলিয়া ভাট একজন চলচ্চিত্র নির্মাতার চরিত্রে অভিনয় করবেন। এতে আদিত্য অভিনয় করবেন আসবাব ব্যবসায়ীর চরিত্রে। আলী জাফরকে দেখা যাবে গায়কের ভূমিকায়। কুনাল চলচ্চিত্র নির্মাতা চরিত্রে অভিনয় করবেন। আর আঙ্গাদ বেদি হবেন রেস্তোরাঁর মালিক। বলিউড লাইফ।