Mon. Sep 15th, 2025
Advertisements

13খোলা বাজার২৪,বুধবার, ৬ এপ্রিল ২০১৬: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা দীর্ঘ বছর পর হঠাৎ দেশে ফিরেছেন। গত ৩ এপ্রিল দেশে ফিরেছেন বলে তিনি প্রিয়.কমকে নিশ্চিত করেছেন। তবে দেশে ফিরেই সবাইকে সারপ্রাইজ দিবেন বলেন গত দুইদিন মিডিয়ার আড়ালে ছিলেন। কিন্তু ৫ এপ্রিল বিকাল ৪টা বাজে ফেসবুকের মাধ্যমে সবাইকে সারপ্রাইজ দেন।
মোনালিসা ফেসবুকের মাধ্যমে বলেন, “বন্ধুরা, অনুমান করো তো আমি কোথায়? খুবই আনন্দের একটি সারপ্রাইজ পেয়েছে আমার পরিচিতরা। আমাকে দেখে তাঁদের রিয়েকশন ভালো ছিলো সত্যিই ভালো ছিলো। আনন্দ ছিলো সঙ্গে অশ্র“ও ছিলো। বাসায় এসে তাঁদের সারপ্রাইজ করেছি। আমি আনন্দিত নিজে দেশে ফিরে। আশা করি নিউইয়র্কে আমার বন্ধু ও পরিবারের সবাই ভালো আছে। এবং সবুজের সঙ্গে ফিরে আসা আশ্চর্যজনক, চারিদিকে সবুজ। আশাকরি সবাই ভালোই আছে। ভালোবাসি তোমাদের।