Wed. Mar 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪,বুধবার, ৬ এপ্রিল ২০১৬: জুয়ায় বরাবরই জেতেন হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান। এজন্য তার স্বামী মার্কিন সংগীতশিল্পী কিথ আরবান মনে করেন, তিনি খুব ভালো জুয়াড়ি! অর্ধাঙ্গিনীর প্রশংসায় পঞ্চমুখ কিথ বলেছেন, ও খুব ভালো, শৃঙ্খলা মেনে চলে। কিন্তু নিকোল জানান, টাকা-পয়সা খরচের ব্যাপারে তিনি বরাবরই খুব সতর্ক। ৪৮ বছর বয়সী এই অস্ট্রেলীয় তারকার দাবি, তিনি খুব সামান্য টাকা বাজি ধরেন। তিনি বললেন, আমি অতো ভালো নই। অল্প পরিমাণ টাকা নিয়ে বাজি ধরে খেলা শেষ করে ঘরে ফিরে আসার মতো জুয়াড়ি বলতে পারেন আমাকে। কখনও বাড়ি নিয়ে বাজি ধরার মতো জুয়ার নেশা নেই আমার।
এদিকে কিথ সামনে লংপ্লে বের করছেন। গান-বাজনা নিয়ে তার আবেগটা ভালো বোঝেন নিকোল। তার ভাষ্য, এটা দারুণ একটি অ্যালবাম। আমি প্রতিটি গানের সঙ্গে ছিলাম। এ অ্যালবামের জন্য কিথের পরিশ্রম আর ভালোবাসা দেখেছি আমি। ও গানের মানুষ, সংগীতে ওর ডুবে থাকা ভালো লাগে আমার।