খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০১৬: লাইটস-ক্যামেরা-অ্যাকশন! শুরু হল বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির শুটিং। হ্যাঁ, ঠিকই পড়লেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দিন সাতেকের বিরতি। তারপরই শুরু আইপিএল। তার মধ্যে বাইশ গজ ছেড়ে ক্যামেরার সামনে ভারতীয় ক্রিকেটের সেরা জুটি। একটি বিজ্ঞাপনে প্রথমবার একসঙ্গে দেখা মিলবে টেস্ট ও ওয়ানডে ক্যাপ্টেনের। চমক আরও রয়েছে।
বিরাট-ধোনির সঙ্গে বিজ্ঞাপনে থাকবেন বলি-ডিভা কঙ্গনা রানাউতও! বিজ্ঞাপনটি পরিচালনা করবেন জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি। শুটিংয়ের বিষয়ে এখনও প্রকাশ্যে কিছুই জানানো হয়নি। তবে সূত্রের খবর, বৃহস্পতিবার মুম্বইয়ে শুটিং হবে।
একদিনেই পুরো শুটিং শেষ করার কথা। এর আগে বিজ্ঞাপনে প্রীতি জিন্টার সঙ্গে ধোনিকে অথবা বিরাটের সঙ্গে অনুষ্কাকে দেখা গিয়েছে। প্রথমবার কঙ্গনা-বিরাট-ধোনিকে একস্ক্রিনে দেখতে পাবেন দর্শকরা। এ বিষয়ে অবশ্য এখনও তিন তারকার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।