খোলা বাজার২৪, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬: মোনালিসা সর্বশেষ কাজ করে গিয়েছিলেন সাগর জাহানের পরিচালনায় ধারাবাহিক ‘সিকান্দার বক্স’ এ। ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সম্প্রতি ডিভোর্সের কাজ শেষ করে দেশে ফিরেছেন তিনি। দেশে ফেরার পরেই ব্যস্ত পাওয়া গেল মোনালিসাকে।
দেশে ফিরেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন?
আসলে তা না। আমি দেশে সর্বশেষ কাজ করেছিলাম মোশাররফ করিম ভাইয়ের বিপরীতে সিকান্দার বক্স ধারাবাহিকে। দেশে ফেরার পরে সাগর জাহান ভাই আবার তাঁর সাথে কাজ করতে বললেন। এখন পর্যন্ত অনেক কাজের অফার পেয়েছি। তবে এর মধ্যে সাগর ভাইয়ের সাথে ঈদের একটা কাজ চূড়ান্ত করেছি। আমার বিপরীতে থাকবেন মোশাররফ করিম ভাই।
কোন কাজ গুলো আপনি করতে চান, কোন ধরনের কাজ আপনার পছন্দ?
আমি তো আসলে আগেই বলেছি আমি বেছে বেছে কাজ করতে চাই। এখন পর্যন্ত কাজ সাগর জাহান ভাইয়েরটা ছাড়া চূড়ান্ত করতে পারি নি। অনেক গুলো অফার আছে। আছে কিছু বিজ্ঞাপনের অফার। আমি যে ধরনের কাজ করতে চাই সেটার সাথে মিলে গেলে অবশ্যই করবো। তবে তার মানে এই না যে অনেক কাজ করব। আরও অনেক কাজের ব্যাপারে কথা হয়েছে। এখন বলছি না। বললে তো মজা নষ্ট হয়ে যাবে হা হা হা (হাসি)
তা ঠিক। মজা নষ্ট না করাই ভালো। দেশে কি স্থায়ীভাবে থাকবেন এবার?
আসলে এখনো চূড়ান্ত করি নি। দেশে অনেকদিন পরে এসেছি। থাকি কিছুদিন তারপরে দেখা যাক। সবে তো ডিভোর্সের ঝামেলা চুকেছে।
ডিভোর্স হয়েছে কতদিন হলো?
ডিভোর্স হয়েছে কতদিন হলো? খুব বেশি হলে মাস খানেক তো হবে। ডিভোর্সের কাজ শেষ করেই তো দেশে ফিরলাম।
এতোদিন পরে দেশে ফিরে কেমন লাগছে?
অবশ্যই ভালো লাগছে। নিজের দেশ, নিজের মাটি, সবুজৃ
এই মুহূর্তে ব্যস্ত নাকি, কয়েকবার ফোন দিলামৃ
আসলে আমি তো একটা দাওয়াতে এসেছি। ফোনের দিকে নজর দিতে পারি নি, সরি
এসেই ব্যস্ততা এতো?
হ্যাঁ, পারিবারিক অনেক ব্যাপার তো থাকে। এখন শুধু আত্মীয় স্বজনের বাসাতে দাওয়াত খেয়ে বেড়াচ্ছি।
আচ্ছা তাহলে আজ এই পর্যন্ত, পরে কথা হবে কী বলেন?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটু ফ্রি হয়ে নেই। তারপর আপনাদের সাথে অনেক কথা হবেৃ (হাসি)