Thu. Sep 18th, 2025
Advertisements

45খোলা বাজার২৪, শনিবার, ৯ এপ্রিল ২০১৬ : মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা ‘ন্যাশনাল অ্যারোনটিকস এ- স্পেস এডমিনিস্ট্রেশন’ (নাসা) ‘ক্যাসিনি সায়েন্টিস্ট ফর এ ডে’ উপলক্ষে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে।
যেখানে বিশ্বের বিভিন্ন দেশের হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করার সুযোগ পাবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীকে পাঁচশ শব্দের মধ্যে একটি ইংরেজিতে রচনা লিখতে হবে। রচনাটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়
২৫ এপ্রিল ২০১৬ তারিখের মধ্যে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসইটির অফিসে রচনা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
ইমেল এড্রেসটি হচ্ছেঃ ভৎংধৎশবৎ@ুধযড়ড়.পড়স.
ক্যাসিনি সায়েন্টিস্ট ফর এ ডে ইন বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর ও জেনারাল সেক্রেটারি এফ আর সরকার হ্যালোকে বলেন, “প্রতিযোগিকে অবশ্যই পাসপোর্ট সাইজের ছবিসহ তাদের নাম, ঠিকানা, স্কুলের নাম, শ্রেণি ইত্যাদি পাঠাতে হবে।”
তিনি আরও বলেন, “রচনা প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নাসা সার্টিফিকেট দেবে। এটি তাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত মূল্যবান।”
তিনি জানান, নাসার এই সার্টিফিকেট যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেতে এবং ভবিষ্যতে নাসায় চাকুরির জন্য সাহায্য করবে।