খোলা বাজার২৪, রবিবার, ১০ এপ্রিল ২০১৬: বলিউড কিং শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ফ্যান’। মানীশ শর্মা পরিচালিত সিনেমাটির ফ্যান অ্যানথেম ‘জাবরা ফ্যান’ এরই মধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে ।
প্রিয় তারকা আরিয়ান খান্নার প্রতি ভক্ত গৌরবের ভালোবাসা তুলে ধরা হয়েছে ‘জাবরা ফ্যান’ শিরোনামের এই গানে। যেখানে গৌরব নেচে গেয়ে তার প্রিয় তারকার প্রতি ভালোবাসা বিভিন্নভাবে প্রকাশ করেছেন।
৯ এপ্রিল সিনেমাটির প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে ফ্যান অ্যানথেম ‘জাবরা ফ্যান’ তৈরির ভিডিও। সেখানে নির্মাতারা গানটি তৈরি করতে গিয়ে তাদের বিভিন্ন অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন।
‘ফ্যান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। সিনেমায় পরিচালক মনীশ শর্মা তুলে ধরেছেন ২০ বছর বয়সি এক ভক্তের কাহিনি। যে কিনা সুপারস্টার আরিয়ান খান্নার একজন অন্ধ ভক্ত। গৌরব নামের এ ভক্তের খাওয়া, ঘুম, চলাফেরা এমনকি চেহারাও আরিয়ান খান্নার মতো। আরিয়ান খান্না এবং গৌরব দুইটি চরিত্রেই অভিনয় করেছেন শাহরুখ খান।
‘জাবরা ফ্যান’ গানটির হিন্দি সংস্করণের কম্পোজ করেছেন বিশাল দাদলানি এবং শেখর রাভজিয়ানি। এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ। এছাড়া গানটি বাংলা, মারাঠি, ভোজপুরি, তামিল, পাঞ্জাবি, গুজরাটি সংস্করণেও তৈরি হয়েছে। আগামী ১৫ এপ্রিল মুক্তি পাবে ফ্যান সিনেমাটি।