Sun. Sep 21st, 2025
Advertisements

38খোলা বাজার২৪, রবিবার, ১০ এপ্রিল ২০১৬: যা কিছু করো না কেন, পরিকল্পনা করে সঠিকভাবে করো, একটু ভুল তোমাকে ঝুলিয়ে রাখবে! একেবারে দেয়াল থেকে! আক্ষরিক অর্থেই এমন ঘটনা ঘটেছে আর্জেন্টিনায়। চুরি করতে গিয়ে টপকানোর সময় দেয়ালের লোহার সঙ্গে পা আটকে ঝুলেই থাকে চোর। দেশটির করডোবা শহরে এমন উদ্ভট ঘটনাটি ঘটে। এমনভাবে চোরের পা আটকে যায় যে শেষ পর্যন্ত পুলিশ এসে তাকে উদ্ধার করতে হয়।
সেবাস্টিয়ান হুগো ভেগা নামে ৩৬ বছর বয়সী এই চোর এমন সমস্যায় পড়ে ২৮ মার্চ। বাড়িতে কেউ না থাকার সুযোগে সে চুরি করার জন্য দেয়াল টপকে বাড়িতে ঢোকার চেষ্টা করে। কিন্তু বিধিবাম, পা আটকে যায়, এরপর দেয়াল থেকে উর্ধ্বপদ-দোল খেতে থাকে সে।
পাশের বাড়ির এক মেয়ে দেয়ালের ওপর জুতা দেখতে পেয়ে তার বাবাকে জানায়, পরে বাবা ও মেয়ে এসে আঁতকে ওঠে, একেবারেই আস্ত মানুষ ঝুলে আছে!
তারা পুলিশকে জানালে পুলিশ এসে হুগোকে উদ্ধার করে। পুলিশ মনে করেছে লোকটি ইলেক্ট্রিক শক খেয়েছে বা অন্য কোনও ঘটনা। কিন্তু কোনও জবাব না দেওয়ায় শেষ পর্যন্ত পুলিশ বুঝতে পারে আসলে হুগোমিয়া চুরির উদ্দেশ্যেই বাড়িতে ঢুকতে চেষ্টা করছিলেন। ব্যাস আর যায় কই। উদ্ধার করেই সোজা থানায়!