খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: এবারের ‘মিস ইন্ডিয়া’র মুকুট পরলেন প্রিয়দর্শিনী চট্টোপাধ্যায়। ৫৩তম এই সুন্দরী প্রতিযোগিতায় ২১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা হলেন এই বাঙালি কন্যা। আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০১৬′-এ তিনিই এবার ভারতের প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে প্রথম রানারআপ হয়েছেন সুশ্র“তি কৃষ্ঞা আর দ্বিতীয় পানকুড়ি গিডওয়ানি।
এবারের প্রতিযোগিতার বিচারক ছিলেন সঞ্জয় দত্ত, ইয়ামি গৌতম, অর্জুন কাপুর, কবির খান, অ্যামি জ্যাকসন, সানিয়া মির্জা, একতা কাপুর। অনুষ্ঠানে দর্শকদের মনমাতাতে মঞ্চে উঠেন বরুণ ধাওয়ান, শহীদ কাপুর, টাইগার শ্র“ফ। চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণার আগে পাঁচ প্রতিযোগীর সঙ্গে মঞ্চে নাচেন শাহরুখ খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন করণ জোহর আর মনীশ পাল।