খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: অস্কারবিজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। তার প্রেমিকা হিসেবে ফ্যাশন হাউস ভিক্টোরিয়া’স সিক্রেটের মডেল চেলসি ওয়াইমারের নাম উঠে এসেছে।
পেজ সিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মালিবুতে নবু মালিবু নামের একটি অভিজাত রেঁস্তোরা থেকে দুইজনকে একসঙ্গে বের হতে দেখা গেছে।
এছাড়াও চেলসি তার ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন। ধারণা করা হচ্ছে, ছবিটি ডিক্যাপ্রিওর বাড়িতে তোলা।
তবে একটি সূত্র এসব খবরকে গুজব হিসেবেই উড়িয়ে দিয়েছে। সূত্রটি জানায়, এটা সত্যি নয়। কোনো মেয়ের সঙ্গেই এখন ডিক্যাপ্রিওর সম্পর্ক নেই। তিনি এখন পরিবেশবান্ধব বিষয় নিয়ে ব্যস্ত আছেন।