খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: পৃথিবীর শেষ দিনে কি হবে? কিয়ামতের দিন, ডুমস ডে, জাজমেন্ট ডে, অ্যাপোক্যালিপস যে নামেই সেই দিনকে ডাকা হোক না কেন সেই দিনের চিত্র ধর্ম, ইতিহাস ভেদে ভিন্ন ভিন্ন হয়। বিজ্ঞানীরাও অনেক ভিন্ন ভিন্নভাবে এসব দিনকে চিত্রায়িত করার চেষ্টা করেছেন। তবে শিল্পিরাও কম ভাবেননি। অনেক সিনেমা ও গানের ভিডিওতে এই দিনটিকে অনেকভাবে দেখানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক, কোথায় কিভাবে দেখানো হয়েছে এই দিনের চিত্রকে।
ফাইনাল ক্যাওয়াস: আরইএমের-ইটস দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড গানের ভিডিওতে কাল্পনিক ভাবে দেখানো হয়েছে। ধর্মীয়, ভূতাত্তিক ও পরিবেশের বিপর্যয়ের সমন্বয়ে পৃথিবীর ধ্বংস দেখানো হয়েছে এই ভিডিওতে।