খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: ২০১৬ সালে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা শাহরুখ খান অভিনীত রাইস এবং সালমান খান অভিনীতি সুলতান। শোনা যাচ্ছে, আগামী ঈদুল ফিতরে বক্স অফিসে মুখোমুখি হবে সিনেমা দুটি। কিন্তু বক্স অফিসে সিনেমা দুটির মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে যাওয়া যুক্তিসঙ্গত বলে মনে করছেন শাহরুখ খান।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ খান বলেন, ‘আমি মনে করি, রাইস এবং সুলতান সিনেমার মুক্তির তারিখ পরিবর্তন করাটাই যুক্তিসঙ্গত হবে। আমরা একটি পথ বের করব যেন আমাদের কারো ব্যবসার ক্ষতি না হয়।’
৫০ বছর বয়সি শাহরুখ জানান, এ বিষয়ে তিনি তার বন্ধু সুলতান সিনেমার প্রযোজক আদিত্য চোপড়া এবং সালমানের সঙ্গে কথা বলবেন। বলিউড কিং খ্যাত এ অভিনেতা মনে করেন সিনেমার তারিখ পরিবর্তনের ব্যাপারে তার এবং তার সিনেমার প্রযোজকের আত্ম-সম্মান বোধ কোনো বাধা হয়ে দাঁড়াবে না।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে ফারহান, আদি (আদিত্য চোপড়া) এবং আমি বন্ধু এবং আমি মনে করি, আমাদের মাঝে কোনো আত্ম-সম্মান বোধ কাজ করবে না। আমরা সবাই জানি, সিনেমা দুটি যদি একই দিনে মুক্তি পায় তাহলে অর্ধেক বা একটি নির্দিষ্ট অনুপাতে আমাদের ব্যবসা ভাগাভাগি হবে।’
আগামী ঈদুল ফিতরে রাইস সিনেমাটি মুক্তির পাওয়ার কথা রয়েছে বলেও জানা যায়। শাহরুখ অভিনীত সর্বশেষ সিনেমা দিলওয়ালে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বানসালি পরিচালিত বাজিরাও মাস্তানি সিনেমার সঙ্গে। বিষয়টি নিয়ে শাহরুখ বলেন, ‘দিলওয়ালে এবং বাজিরাও মাস্তানি সিনেমার বক্স অফিস সংঘর্ষের ফলে দুজনেরই ব্যবসায়ীকভাবে লোকসান হয়েছে। আসলে কেউ এটি চায় না।’
সুলতান সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। সিনেমায় সালমানকে দেখা যাবে একজন কুস্তিগীরের ভূমিকায়। সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন আনুশকা শর্মা। এদিকে রাইস সিনেমায় শাহরুখকে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে রোমান্স করতে। সিনেমাটির পরিচালনায় রয়েছেন রাহুল ডোলাকিয়া।
তবে বক্স অফিসে শাহরুখ এবং সালমানের লড়াই এই প্রথম নয়। এর আগে ২০০৬ সালে মুখোমুখি হয়েছিল শাহরুখের ডন এবং সালমানের জানেমন।