খোলা বাজার২৪,সোমবার, ১১ এপ্রিল ২০১৬: ডান্স রিয়্যালিটি শো ঝলক দিখলা জা’তে আসছেন মন্দানা করিমি। শোনা যাচ্ছে, জনপ্রিয় এই শোয়ের নবম সিজ়নে দেখা যাবে তাঁকে। এই সিজ়নে প্রতিযোগীদের তালিকায় থাকছেন, অর্জুন বিজলানি, শক্তি অরোরা, নোরা ফতেহি, যুবিকা চৌধুরী, করিশমা তান্না ও সিদ্ধার্থ নিগম। শোনা যাচ্ছে, এই তালিকাতে নতুন সংযোজন বিগ বস খ্যাত মন্দানা।