Thu. Apr 10th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

15kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬:  প্রকাশিত হয়েছে সালমান খান অভিনীত ‘সুলতান’ সিনেমার ফার্স্ট লুক। প্রকাশিত ফার্স্ট লুক নিয়ে সালমান ভক্তরা উচ্ছ্বসিত হলেও চলচ্চিত্র বোদ্ধা রাজীব মসন্দ বাদ সেধেছেন। এ নিয়ে দেখা দিয়েছে নতুন বিতর্ক। এ প্রসঙ্গে রাজীব মসন্দ বলেন, ‘সুলতান সিনেমার ফার্স্ট লুক খারাপ ফটোশপের সবচেয়ে বড় প্রমাণ।’
এই বিতর্কিত পোস্টারে দেখা যায়, কুস্তিগীরের পোশাকে আছেন সালমান। প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। দুহাতে বালি উপর থেকে নীচে ফেলছেন। চারিপাশে দর্শক দাঁড়িয়ে আছে। তবে পোস্টারে ফটোশপের কাজ বেশ নিম্ন মানের।
যশরাজ ফিল্মসের ব্যানারে এই সিনেমায় সালমান খান চল্লিশ বছর বয়সী এক কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছেন। যার নাম সুলতান আলি খান। তার বাড়ি হরিয়ানায়। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। প্রযোজনা করছেন আদিত্য চোপড়া।
আগামী ঈদুল ফিতরে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। একই দিনে মুক্তি পেতে পারে শাহরুখ খানের রইস সিনেমাটিও। তাই সালমান-শাহরুখের মুখোমুখি লড়াই দেখা যেতে পারে আগামী ঈদে। যদিও এমন সিদ্ধান্তে নারাজ শাহরুখ।
সুলতান সিনেমায় সালমান ছাড়াও আরো অভিনয় করেছেন আনুশকা শর্মা, রণদীপ হুদা, অমিত সাদ প্রমুখ।