Sun. Apr 6th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: দক্ষিণ কোরিয়া প্রবাসী অভিনেতা ইমাম লি আর নেই। (ইন্নাৃরাজিউন)। আজ কোরিয়ান সময় ভোর ৪টা ৫০ মিনিটে পরলোকগমন করেন তিনি।
তাঁর পুরো নাম ইমাম হোসেন লি। তিনি একাধারে অভিনেতা, গীতিকার, সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন।
সংবাদ মাধ্যম মারফত জানা যায়, আজ কোরিয়ান সময় ভোর ৪টা ৫০ মিনিটে পরলোকগমন করেন লি। তিনি দীর্ঘ ৪ বছর ধরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন। ব্যক্তিগত জীবনে ব্যবসায়ী ইমাম লি দুই মেয়ে ও এক ছেলের বাবা।
ইমাম লি’র সঙ্গে বন্ধুত্বময় সম্পর্ক ছিল গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী’র। ইমাম লি’র মৃত্যুতে তিনি শোক প্রকাশ করে আজ সকালে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
ফারুকী বলেন, ‘দিন শুরু হলো মন খারাপ করা খবর দিয়ে। টেলিভিশন ছবির অভিনেতা, আমার বন্ধু-ভাই ইমাম লি কাল রাতে ক্যান্সারের সাথে তার দীর্ঘ লড়াইয়ে হার মেনেছে। ভোর থেকে মাথায় সিনেমার মতো চলছে ইমাম লি জবংঃ রহ ঢ়বধপব, নৎড়ঃযবৎ’।