Thu. Mar 20th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31kখোলা বাজার২৪, শনিবার, ১৬ এপ্রিল ২০১৬: বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিনের সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। ওই সমীক্ষায় দেখা গিয়েছে, মোদির থেকেও বেশি ভোট পেয়েছেন প্রিয়ঙ্কা।
প্রসঙ্গত, অনলাইনে ভোটের মাধ্যমে বিশ্বের সবথেকে প্রভাবশালী ব্যক্তিদের মনোনীত করার ব্যবস্থা করেছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওই ম্যাগাজিন। সেখানেই মোদিকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছেন প্রিয়ঙ্কা। এতে মোদি পেয়েছেন ০.৭ শতাংশ ভোট আর প্রিয়ঙ্কা পেয়েছেন ০.৮ শতাংশ ভোট।
সম্প্রতি বলিউড পেরিয়ে হলিউডে পা রেখেছেন প্রিয়ঙ্কা। ‘কোয়ান্টিকো’-এ তাঁর অভিনয়ে মুগ্ধ গোটা বিশ্ব। শুধু ভারতের প্রধানমন্ত্রীই নন, জনপ্রিয়তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওল্যাদে, এবং ডেভিড ক্যামেরনের থেকেও এগিয়ে রয়েছেন প্রিয়ঙ্কা।
ওই ম্যাগাজিনের সমীক্ষা অনুযায়ী, হিলারি ক্লিনটনের থেকে তিনগুণ এগিয়ে রয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি সান্ডার্স। ওই সমীক্ষায় সান্ডার্স পেয়েছেন ৩.৩ শতাংশ ভোট। ক্লিনটন পেয়েছেন ১ শতাংশ।
বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মায়ানমারের নেত্রী আঙ্গ সান সু কি, শান্তির জন্য নোবেল পুরস্কার জয়ী পাকিস্তানি সক্রিয় কর্মী মালালা ইউসুফজাই।