Mon. Mar 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37খোলা বাজার২৪, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬: বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। চার বছর পর আবারও চলচ্চিত্রে অভিনয়ে ফিরছেন। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘বন্ধ দরজা’ নামে ছবিটি পরিচালনা করবেন শাহরিয়ার নাজিম জয়। অটিস্টিক শিশুদের ঘিরেই ছবির মূল গল্প। নতুন এ ছবিতে অভিনয়ের জন্য পূর্ণিমা ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন।
এ বিষয়ে পূর্ণিমা জানিয়েছেন, ‘সম্প্রতি জয় ভাইয়ের সাথে সিলেটে একটি নাটকের শুটিং করতে গিয়ে এ ছবিটির বিষয়ে প্রথম কথা হয়েছিল আমার। ছবির গল্প ভালো লাগায় আমি কাজ করতে রাজি হয়েছি। খুব শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে’।
সর্বশেষ চার বছর আগে পূর্ণিমা ‘ছায়াছবি’নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন। মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ। কাজী হায়াত পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলোনা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ২০১০ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। পূর্ণিমা অভিনীত সর্বশেষ ছবি সোহানুর রহমান সোহান পরিচালিত ‘লোভে পাপ পাপে মৃত্যু’ চলচ্চিত্রটি