খোলা বাজার২৪, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬: অভিষেক চৌবের উড়তা পাঞ্জাবের ট্রেলার দেখলে কিছুক্ষণ কথা বন্ধ হয়ে যেতে পারে দর্শকের। মনে হতে পারে, এটা কী ! ভাল-খারাপ বিচার পরে। তিন মিনিট ধরে যা দেখবেন, তিরিশ মিনিট লাগবে সেটা হজম করতে। সিনেমাটা দেখবেন কি দেখেবেন না! ভাল বলবেন কি বলবেন না! এটা ঠিক করতেও অনেকদিন লাগতে পারে।
ভাল খারাপ বলার দায়টা তাই দর্শকের জন্যই থাক। কিন্তু অভিনয়! শাহিদ কাপুরকে চেনা যায় না। আর আলিয়া ভাট, অবিশ্বাস্য। বিহারের এক চাষী পরিবারে কন্যার ভুমিকায় অভিনয় করতে নাকি সেখানকার স্থানীয় হিন্দি শিখেছিলেন আলিয়া। ট্রেলারে যে দু-লাইন তাঁর গলা শোনা গেল, তাতে আলিয়াকে চিনতে অসুবিধা হচ্ছে। তাঁকে দেখতেও যে একাবারে অন্যরকম। শেষ ছবি কাপুর অ্যন্ড সন্সের পাশে রাখলে তাঁকে চেনা যাবে না। সমান শাহিদ কাপুরও। লম্বা চুল, ড্রাগ আসক্ত ভুমিকায় ঝকঝকে তিনিও।
ছবিতে আছেন কারিনা কাপুর খানও। তবে তাঁকে নিয়ে তেমন গবেষণা করেননি পরিচালক। এই সবের পরেও সবচেয়ে বড় ভয় সেন্সর বোর্ডকে নিয়ে। কালকে ট্রেলার লঞ্চের পরেই সেন্সরবোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন ছবির প্রযোজক অনুরাগ কাশ্যপ। বলেছেন, ভাবতেই পারছেন না কোনও কাট ছাড়াই উড়তা পাঞ্জাবের ট্রেলার মুক্তি পাবে। কিন্তু এখনও তো ছবিটা বাকি। সেন্সর বোর্ড সেখানেও কাঁচি গুটিয়ে বসে থাকবে। নিহালনি ব্রিগেডকে সে ভরসা করছেন কাশ্যপ? শনিবার এই ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উচ্ছ্বসিত দেখালেও তাই শেষ পর্যন্ত উড়তে পারবে কি উড়তা পাঞ্জাব, তা নির্ভর করবে দর্শক আর সেন্সরবোর্ডের উপরেই।