Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬: অ্যাকশন নির্ভর গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘গেম’ ছবির সিক্যুয়েল ‘গেম রিটার্নস’। রয়েল খান পরিচালিত এই ছবিতে নায়ক থাকছেন নিরবই। এখানে তাকে দেখা যাবে পেশাদার খুনী চরিত্রে।
গেল ফেব্র“য়ারির শুরু থেকেই ‘গেম রিটার্নস’ ছবির শুটিং শুরু হয়। এরপর টানা দেড় মাস চলে দৃশ্যধারণের কাজ। একটানা কাজ করে কিছুটা হাঁপিয়ে উঠিয়েছিলেন ছবির কলাকুশলীরা। কিছুটা বিরতি দিয়ে আজ সোমবার, ১৮ এপ্রিল সকাল থেকে আবারো এ ছবির শুটিং শুরু হয়েছে।
এ প্রসঙ্গে নিরব বলেন, ‘আজ থেকে আবারো পাঁচ দিনের জন্য রাজধানীর তেজগাঁওয়ের বিভিন্ন লোকেশনে শুটিং শুরু করেছি। ছবির কাজ প্রায় শেষ। বাকি আছে কয়েকটি গানের দৃশ্যাধারণ। সেটাও এবার শেষ হবে।’
আলিফুজ্জামান প্রযোজিত ‘গেম রিটার্নস’ ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করবেন নবাগতা চিত্রনায়িকা লাবণ্য ও তমা মির্জা। অন্যান্য চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর, আমিন সরকার, ইউসুফ রাসেলসহ আরো অনেককে।
আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে ‘গেম রিটার্নস’ ছবির সংগীত পরিচালনা করবেন আরফিন রুমি, বেলাল খান ও ধ্রুব গুহ।