খোলা বাজার২৪, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬: বিপাশার বিয়েতে দেখা যেতে পারে কারিনা কাপুর খানকেও। শোনা যাচ্ছে তেমনই। শুধু কারিনা কেন? কারিনার সঙ্গে আসতে পারেন সাইফ আলি খানও। কারিনার সঙ্গে বিপাশার সম্পর্ক ভালো নয় কোনওদিনই। সুযোগ পেলেই বিপাশাকে কথায় বিঁধেছেন কারিনা। ছাড়েননি বিপাশাও।
তাই বিপাশা-করণের বিয়েতে কারিনার নিমন্ত্রণ ভক্তদের অবাক করেছে। এদিকে সাইফের সঙ্গে নাকি একসময় বিপাশার সম্পর্ক ছিল বলে শোনা যায়। অ্যাফেয়ার নাকি শুরু হয় ওমকারার সময় থেকে। তখন বিপাশা ও সাইফ দু’জনেই ছিলেন সিঙ্গল।
তারপর রেসের সময় সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। কিন্তু তারপর আর তা টেকেনি। শোনা গিয়েছিল, বিপাশা নাকি তাঁর বিয়েতে কোনও প্রাক্তনীকে ডাকবেন না। ব্যতিক্রম শুধু দিনো মরিয়া। কিন্তু এখন শোনা যাচ্ছে, সাইফের বেলাতেও হতে পারে ব্যতিক্রম। পুরোনো দিনের মনোমালিন্য ভুলে বিপাশা নাকি এখন সাইফ আর কারিনাকে বিয়েতে নিমন্ত্রণ করছেন বলে শোনা যাচ্ছে।