Sun. Mar 16th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬: কখনো কাউকে ‘কালি বিল্লি’ বলে গাল পাড়ছেন, পরক্ষণেই পাঁচতারা হোটেলে জড়াচ্ছেন হাতাহাতিতে। এখানেই শেষ নয় চুম্বনের এস বেরিয়ে তা তো ভাইরালও হয়ে গিয়েছিল। বলিউড সেলেব কারিনা কাপুরকে নিয়ে এমনই সব বিতর্ক রয়েছে।
কেন বারবার বিতর্কে কারিনা?
১. ছবি বাতিল করা নিয়ে বিতর্কিত মন্তব্য— বহু তারকাই ছবি বাতিল করেন। কারিনা কাপুরও করেছিলেন। কিন্তু, তার বাতিল করা ছবিগুলির মধ্যে ছিল ‘হাম দিল দে চুকে সনম’, ‘কহো না প্যায়ার হে’ এবং ‘কাল হো না হো’-র মতো ছবি।
পরে কারিনা মন্তব্য করেছিলেন, ‘আসলে আমি অন্যদের কাজ দিতে ভালবাসি। আর আমি ছবিগুলি করতে চাইনি বলেই আজ তারা তারকা হতে পেরেছেন।’
২. নাক উঁচু করা মন্তব্য— কেরিয়ারের শুরুতেই প্রচুর নাক উঁচু মন্তব্য করে বিতর্কে জড়ান কারিনা। তিনি বলতেন, ‘‘আমি তাদের সঙ্গেই কাজ করি যারা আমার সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে তাদের কাজের রুটিনকে ম্যানেজ করেন।’’
৩. বিপাশার সঙ্গে ঝামেলা— ‘আজনবি’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন বিপাশা বসু। কিন্তু, ছবির সেটে সহনায়িকা বিপাশার গায়ের রং নিয়ে আপত্তিজনক মন্তব্য করে বিতর্কে জড়ান। বিপাশাকে নাকি তিনি ‘কালি বিল্লি’ বলে কটাক্ষ করেছিলেন।
৪. চুম্বন এম ফাঁস— ফিল্মি কেরিয়া শহিদ কাপুরের সঙ্গে প্রেমে মজেছিলেন কারিনা। এমন কী, দুজনের চুম্বনরত একটি এম ফাঁস হয়ে যায়। এই নিয়ে কম জলঘোলা হয়নি।
৫. প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিতণ্ডা— পিগি চপসের উচ্চারণ নিয়ে একবার জোর কটাক্ষ করেছিলেন কারিনা। এই নিয়ে পাল্টা কারিনাকে তোপ দাগেন প্রিয়ঙ্কা চোপড়াও। অনেক অশান্তি পেরিয়ে তবে মিটেছিল সেই ঝামেলা।
৬. জন আব্রাহামকে ব্যঙ্গ— বিপাশা বসুর তৎকালীন প্রেমিক জন আব্রাহামকেও ছাড়েননি কারিনা। জনের অভিনয় স্কিল নিয়েও তির্যক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন।
৭. জ্যোতিষীর বিরুদ্ধে মামলা— এক জ্যোতিষীর গণনা ছিল সেফ আলি খান যদি করিনাকে বিয়ে করেন তাহলে নবাব পতৌদির বংশে জোর অশান্তি শুরু হবে। এতে ক্ষিপ্ত কারিনা ওই জ্যোতিষীর বিরুদ্ধে মামলা করেন। এবং ওই জ্যোতিষীর কাছ থেকে বিয়ের খরচাও দাবি করেন।
৮. তাজ হোটেলে মারপিট— বিয়ের পর স্বামী সেফ এবং মালাইকা অরোরা ও তার বোন অমৃতা অরোরার সঙ্গে তাজ মুম্বাইয়ে ডিনার করতে গিয়েছিলেন কারিনা। সেখানে কারিনা ও সেফ এক প্রবাসী ভারতীয় ব্যবসায়ীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
৯. ‘কুরবান’-এর পোস্টার বিতর্ক— ‘কুরবান’-এর পোস্টারে স্বামী সেফ-এর সঙ্গে নগ্ন পিঠের কারিনা ছবি নিয়ে জোর বিতর্ক হয়। বহু স্থানে এই পোস্টার জ্বালিয়েও দেয় মৌলবাদীরা।