Fri. Sep 19th, 2025
Advertisements

7kখোলা বাজার২৪, বুধবার, ২০ এপ্রিল ২০১৬ : ভারতের হায়দ্রাবাদের একটি ব্যস্ত সড়কে একটি শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার রাস্তায় ধাত্রীর দায়িত্ব পালন করে শিশুটির জন্মদানে সহযোগিতা করেছেন শহরের এক দল নারী পুলিশ। দুপুরের দিকে একটি ফোন পান পুলিশ ইন্সপেক্টর ভিম রেড্ডি। তাকে বলা হয়, এক গর্ভবতী নারীর সাহায্য প্রয়োজন।
তখন দ্রুতই পুলিশের একটি দল পাঠান। টিমে কয়েকজন নারী কনস্টেবলও ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে ওই নারী কনস্টেবলরা বুঝতে পারেন ওই গর্ভবতী নারীর প্রসবের সময় হয়ে এসেছে। হাসপাতালে নেওয়ার মতো অবস্থা আর নেই। তাই সময় নষ্ট না করে তারা শাড়ি ও বিছানার চাদর দিয়ে গোপনীয়তা রক্ষার অস্থায়ী ব্যবস্থা করেন।
সেখানেই শিশুটির জন্ম হয়। কনস্টেবলদের ওই দলে ছিলেন সারদা, শোভা, জয়তি ও দিব্যা নামের চার পুলিশ সদস্য। নবজাতক শিশু ও প্রসূতি মাকে কিছুক্ষণের মধ্যেই নিকটস্থ একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে পুলিশ। তারা দুজনেই এখন সুস্থ আছেন।