Sun. Sep 21st, 2025
Advertisements

41খোলা বাজার২৪, বুধবার, ২০ এপ্রিল ২০১৬ : মুম্বাই থেকে আহমেদাবাদ গামী ১২৫ যাত্রী ও ৬ জন ক্রুসহ জেট এয়ার ওয়েজের একটি ফ্লাইট বোমা আতঙ্কে দ্রুত অবতরণ করেছে। খবর দ্য স্টেটসম্যানের।
বিমানবন্দর সূত্রে জানা যায়, যাত্রীদের মালামাল নিরাপত্তা কর্মীদের মাধ্যমে পরীক্ষা করা হয়। জেট এয়ার ওয়েজের মুখপাত্র জানান, অনুসন্ধান চালিয়ে বিম্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। বিমান চলাচলে কোনো সমস্যা নেই। বিস্তারিত তথ্যের জন্য আরো অপেক্ষা করতে হবে বলে তিনি জানান।