খোলা বাজার২৪, বুধবার, ২০ এপ্রিল ২০১৬ : নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্র জগতের বর্তমান আলোচিত নায়ক আরিফিন শুভ ও জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ।
বদিউল আলম খোকনের পরিচালনায় নাম ঠিক না হওয়া এই ছবিতে অভিনয়ের জন্য সময়ও দিয়ে দিয়েছেন এ দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী।
পরিচালক খোকনের বিশ্বস্ত একটি সূত্র জানান, ‘এরইমধ্যে শুভ ও মাহির সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। কয়েকদিনের মধ্যেই ছবিটিতে চুক্তিবদ্ধ হবেন তারা।
কাশেম আলী দুলালের লেখা গল্পে নির্মিত হবে ছবিটি। দু’একদিনের মধ্যে এর নাম নিবন্ধন করা হবে পরিচালক সমিতিতে। তাই নামটা এখনি প্রকাশ করা যাচ্ছে না। এই ছবি ছাড়া খোকনের আরও একটি ছবিতে অভিনয় করার জন্য শুভ-মাহি আগেই চুক্তিবদ্ধ ছিলেন। আগের চুক্তিবদ্ধ সেই ছবিটির কাজ পরে শুরু হবে।’
জাকির হোসেন রাজুর পরিচালনায় গেল সপ্তাহে বাপ্পি-মাহি অভিনীত ‘অনেক দামে কেনা’ মুক্তি পেয়েছে। অন্যদিকে আগামী মাসে অনন্য মামুনের পরিচালনায় আরিফিন শুভ-তিশা অভিনীত ‘অস্তিত্ব’ রিলিজের কথা রয়েছে বলে জানা গিয়েছে।