Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, বুধবার, ২০ এপ্রিল ২০১৬ : নির্মাতা সকাল আহমেদের পরিচালনা ও লিটু সাখাওয়াতের রচনায় ঈদের বিশেষ নাটক সোনার কাঠি, রুপার কাঠিতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ও নাদিয়া আহেমদ। গত ঈদে প্রচার হওয়া হেচকি নাটকের সিকুয়েল এটি। এতে আরও একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন মুনিয়া।
২০ এপ্রিল উত্তরায় নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। গল্প প্রসঙ্গে সকাল আহমেদ প্রিয়.কমকে বলেন, ‘এবারের গল্পে মূল বিষয় হচ্ছে অভিনেত্রী নায়িার ঘুম পায়না। দীর্ঘদিন ধরে এই সমস্যাতে ভুগছেন তিনি। অনেক ডাক্তার, আত্মীয়-স্বজন আরও নানা লোক জনের কথা শুনেও কোন কাজ হচ্ছেনা।
সবশেষে নাটকে একজন দরবেশের আগম ঘটে। তিনি পরামর্শ দেন নাদিয়া ঘুমানোর আগে যেন তার পা ও মাথর নিচে সোনার কাঠি এভং রুপার কাঠি রাখেন। এ নিয়েই মূলত হাস্যরসবোদক গল্প এটি।’ আসছে ঈদে নাটকটি প্রচার হবে বেসরকারী চ্যানেল এটিএন বাংলায়।