খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬: বহুদিন পর তিনি ফিরে এসেছেন স্বমহিমায়। মশালা বিনোদনের পসরা নয়, খাঁটি অভিনয়ের আয়োজন তাঁর ফ্যান-এ। পঞ্চাশের চৌকাঠ পেরিয়ে আবার যেন ফিরেছে ‘আনজাম’ বা ‘ডর’-এর শাহরুখ। বাজিমাত হওয়া প্রত্যাশিত ছিল। কিন্তু ভারতে যেন তা হয়েও হল না। অথচ কাঁটাতার পেরিয়ে ‘ফ্যান’ নিয়ে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। প্রথম তিনদিনের কালেকশনে পাকিস্তানে রেকর্ডও গড়ল ‘ফ্যান’ ।
ফ্যানদের নিয়ে বরাবরই তিনি ভাবনায় থাকেন। শুধু নিজের দেশের নয়, ভিনদেশের ফ্যান নিয়েও তিনি উৎসাহী। সারা ভারত ও বিদেশে তাঁর অসংখ্য ফ্যান ক্লাব। নিজের জন্মদিনে তাঁদের সঙ্গে দেখাও করেছিলেন। কিন্তু দুনিয়াজোড়া যে ফ্যানদের সঙ্গে তাঁদের দেখা হয়নি, তাঁদের মনের কথাও তিনি বুঝেছিলেন। ‘চাক দে’র পর তাঁর পারফরম্যান্সে কিছুতেই যেন খুশি হতে পারছিলেন না তাঁর ফ্যানরা। আর তাই ‘চেন্নাই এক্সপ্রেস’-এর নজরকাড়া সাফল্যও তাঁকে খুশি করতে পারেনি। ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘দিলওয়ালে’-র মতো মশালা সিনেমা করলেও, নিজের অভিনয়ে খুশি করতে চাইছিলেন তাঁর ফ্যানদের। তাই তাঁর ফ্যান গৌরব চাননা সাজা। পোস্ট প্রোডাকশনের কাজ আগে হলে হয়ত, ‘দিলওয়ালে’র আগেই রিলিজ করত ‘ফ্যান’। কিন্তু তাতে কি অঙ্কটা বদলাত? ‘ফ্যান’-এর মতো ছবি প্রথম চারদিনে ১০০ কোটির ক্লাবে পা রাখতে না পারায় অবাক হয়েছেন বলিপাড়ার ট্রেড অ্যানালিস্টরা। পাশাপাশি কাঁটাতার পেরিয়ে ‘ফ্যান’-এর সাফল্যও যথেষ্ট বিস্ময় জাগানো। পাকিস্তানে প্রথম তিনদিনে ফ্যানের কালেকশন ছিল প্রায় ৫ কোটি টাকা। করাচি ও লাহোরের হলগুলিতে ‘ফ্যান’ নিয়ে আগ্রহ ছিল দেখার মতো।
‘দর্শকের চাহিদা’-বলে একটি কথা প্রায়ই ব্যবহার করেন চিত্র সমালোচকরা। ‘ফ্যান’-এর সাফল্য সে কথাকেই যেন কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। প্রশ্ন উঠছে ভারতের দর্শক তাহলে কী চাইছেন? শাহরুখের মতো স্টার যখন একের পর এক বিনোদনমূলক ছবি করেন, তখনও বিপরীত প্রতিক্রিয়া দেখা যায়। আবার নায়িকা-গান ছাড়া শুধু অভিনয় নির্ভর ছবিও প্রত্যাশিত মানের ব্যবসায়িক সাফল্য দেয় না। তাহলে কি সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে নায়ক শাহরুখের জনপ্রিয়তা কি কমেছে? উল্টে দেশ পেরিয়ে তাঁর জনপ্রিয়তা কিন্তু অটুট। একই ছবি দেখা গিয়েছিল সলমনের ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ক্ষেত্রেও। এই দুই আপাত বিপরীত ছবি বলিউডের বক্সঅফিসের ক্ষেত্রেও জরুরি। সুপারস্টারদের আগামী ছবির সাফল্যের সমীকরণও অনেকটাই নির্ভর করছে এই ছবির বিশ্লেষণের উপরই।